Chris Lynn - Latest News on Chris Lynn| Breaking News in Bengali on 24ghanta.com

"লিনের ক্যাচটা দেখেছিস...জাস্ট ভাবা যায় না"

Last Updated: Friday, April 25, 2014, 12:10

এবারের আইপিএল সেভেনে জনপ্রিয় গানটা মাথায় রেখে বৃহস্পতিবার রাতে নাইট- বেঙ্গালুরুর শেষ দশ মিনিট ম্যাচ দেখুন। মনে হচ্ছিল না " কিপ কাম..কান্না..কিপ কাম...ওয়াচ ... আইপিএল..অন..."। সত্যি একটা মানুষ কতক্ষন ধৈর্য্য রাখতে পারে? উত্তেজনার একটা সীমা থাকে। ক্রিজে দাঁড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে একদিনের ম্যাচে অনতম্য ক্রিকেটার ডিভিলিয়ার্স আর অপরদিকে অ্যালবি মর্কেল। ম্যাচ জিততে দরকার ৮ বলে ১০ রান। ইতিহাস বলে এটা কোনও ব্যাপার নয়। অন্তত যখন মারকাটারি ডিভিলিয়ার্স ও মর্কেল ক্রিজে দাঁড়িয়ে। এই ম্যাচ যে হাতাছাড়া কলকাতার মননে, যাপনে বুঝে নিয়েছেন গম্ভীর।