Last Updated: Thursday, November 28, 2013, 14:41
আর্জেন্টিনার দক্ষিণ অ্যান্ডেস প্রদেশের ৮ বছরের ছোট্ট ছেলেটা একেবারে ফুটবল পাগল। এক দেখতে অনেকটা মেসির মত। আর নদীর মত এঁকেবেঁকে চলে যখন ও বল নিয়ে এগোয়, তখন তো মনেই হয় না এই ছেলেটা মেসি নয়। এই `নতুন মেসি`কে নিয়েই মেতে ফুটবল বিশ্ব।