Colonel Avijit Misra - Latest News on Colonel Avijit Misra| Breaking News in Bengali on 24ghanta.com
কোর্ট মার্শালের গ্লানি ঝেড়ে অভিযোগমুক্ত বাঙালি কর্নেল

কোর্ট মার্শালের গ্লানি ঝেড়ে অভিযোগমুক্ত বাঙালি কর্নেল

Last Updated: Saturday, April 21, 2012, 15:16

ভারতীয় সেনাবাহিনীকে ঘিরে যখন একের পর এক বিতর্ক ঠিক সেই সময় এক বিরল ঘটনা ঘটালেন কর্নেল অভিজত্‍ মিশ্র। কোর্ট মার্শাল হয়ে এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন এই বাঙালি সেনা অফিসার । কিন্ত সেনা আদালতে গিয়ে তিনি প্রমাণ করেছেন তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা।