Last Updated: Thursday, November 28, 2013, 21:53
সূর্যের সঙ্গে দেখা হলে কি বাঁচবে ধূমকেতু? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন জ্যোতির্বিদরা। গ্রিনিচ টাইম অনুযায়ী বৃহস্পতিবার সন্ধে ৬টা ৩৫ মিনিটে সূর্যের কাছাকাছি আসছে ধুমকেতু ইসন। জ্যোতির্বিদরা ইসনকে শক্তিশালী কমেট অফ দ্য সেঞ্চুরি মনে করছেন। তবে আকাশে দেখা যাওয়ার আগেই সূর্যের তাপ আর মাধ্যাকর্ষণ শক্তিকে হারাতে পারবে কি না সেই উত্তর এখন খুঁজছেন বিজ্ঞানীরা।