Last Updated: Saturday, May 24, 2014, 21:21
পারষ্পরিক দোষারোপ নয়। ঐক্যবদ্ধ হয়ে ফের লড়াইয়ে নামুন। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়ে এই বার্তা দিলেন সোনিয়া গান্ধী। সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বুঝতে দলের নেতা-নেত্রীরা ব্যর্থ বলেও মেনে নিয়েছেন সোনিয়া গান্ধী।লোকসভা নির্বাচনে শোচনীয় ফলের পর থেকেই কংগ্রেসের অন্দরে মাথাচাড়া দিয়েছিল বিদ্রোহ। দিগ্বিজয় সিং থেকে মিলিন্দ দেওরা, প্রকাশ্যে বিষোদগার করেছেন অনেকে। রাহুল গান্ধীর পরামর্শদাতা কমিটিকেই দুষেছিলেন মিলিন্দ দেওরা।