Last Updated: Thursday, March 27, 2014, 08:56
কংগ্রেসের নির্বাচনী ইশতাহার আসলে বড়রকমের ঠাট্টা। এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বিজেপি সহ বিরোধী দলগুলির অভিযোগ, প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ কংগ্রেস তথা ইউপিএ সরকার। এখন পুরনো প্রতিশ্রুতিগুলিই তাঁরা ফের নতুন ইশতাহারের মোড়কে নিয়ে এসেছে। প্রার্থী তালিকা এখনও পুরো প্রকাশ করতে পারেনি কংগ্রেস। টানাপোড়েনের মধ্যেই বুধবার প্রকাশিত হয়েছে দলের নির্বাচনী ইশতাহার। তা নিয়ে এরই মধ্যে বিরোধীদের আক্রমণের কেন্দ্রে কংগ্রেস।