Last Updated: Sunday, July 6, 2014, 12:51
তাঁরা একই বৃন্তে দুটি কুসুম। কিন্তু তাঁদের বেঁচে থাকার লড়াই দেখে সত্যি চমকে উঠল বিশ্ব। সাধারণত কোজয়েন্ট যমজরা শারীরিক সমস্যার জন্য বেশি দিন বাঁচতে পারেন না। দুটি মানুষের শারীরিক চাহিদার টানাপোড়েনে হারিয়ে ফেলেন বাঁচার ইচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের যমজ ডনি ও রুনি গ্যালন জীবনকে জয় করে ৬২ বছর ৮ মাস ৮ দিন অতিক্রম করলেন। তাঁরা হতে চলেছেন বিশ্বের প্রবীনতম কোজয়েন্ট।