Contai rape - Latest News on Contai rape| Breaking News in Bengali on 24ghanta.com
ধর্ষিতার অভিযোগ নিতে টালবাহানা থানায়, ফেরার তৃণমূল নেতা

ধর্ষিতার অভিযোগ নিতে টালবাহানা থানায়, ফেরার তৃণমূল নেতা

Last Updated: Wednesday, January 2, 2013, 10:01

ওসি না থাকায় ধর্ষিতা কিশোরীর অভিযোগ নিতে অস্বীকার করল মহিলা থানা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে। তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলতে থাকা শারীরিক নির্যাতনের অভিযোগ জানাতে গত কয়েকদিন ধরে কাঁথি মহিলা থানায় ঘুরছিলেন ওই কিশোরীর। কিন্তু ওসি বাইরে গেছেন, এই অজুহাতে বারে বারেই ধর্ষিতাকে ফিরিয়ে দেন কর্তব্যরত মহিলা পুলিসকর্মীরা। এমনই অভিযোগ ওই কিশোরীর পরিবারের।