Last Updated: Saturday, June 14, 2014, 14:50
শনিবার গ্রুপ সি-য়ের ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-গ্রিস। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কলম্বিয়া। বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও গ্রিস। দু গোলে সেই ম্যাচ জেতে কলম্বিয়া। শনিবার গ্রিসদের সামনে তাই বদলার লড়াই।শনিবার গ্রুপ সির প্রথম ম্যাচে মুখোমুখি কলম্বিয়া ও গ্রিস। বেলো হরিজনটের এসটাডিও মিনেরাওতে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে দুই দেশ।