Cricketer Azharuddin - Latest News on Cricketer Azharuddin| Breaking News in Bengali on 24ghanta.com
ইডেনের প্রিয় আজহার এবার ভোটে লড়বেন বাংলা থেকেই

ইডেনের প্রিয় আজহার এবার ভোটে লড়বেন বাংলা থেকেই

Last Updated: Tuesday, January 28, 2014, 19:31

ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেনের কাছে তিনি ছিলেন প্রিয় পাত্র। যতবারই ইডেনে ব্যাট হাতে নেমেছেন ততবারই চমকে দেওয়া ইনিংস খেলেছেন। সেই ইডেন গার্ডেনর রাজ্য বাংলা থেকে এবারের লোকসভা ভোটে লড়বেন প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ মহম্মদ আজহারউদ্দিন। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে কংগ্রেসে যোগ দিয়ে সাংসদ হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক।