Last Updated: Friday, May 23, 2014, 13:42
চলে গেলেন প্রবীণ ক্রিকেটার মাধব কৃষাণজী মন্ত্রী। শুক্রবার সকালে মুম্বইয়ের স্থানীয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন কিছুদিন ধরে। তিনি যেমন স্বাধীনত্তোর যুগের প্রতিভাবান ক্রিকেটার ছিলেন, তেমনই আর একটি পরিচয়ে তাঁর নাম বারবার ফিরে আসত। তিনি ছিলেন সুনীল গাভাসকরের মামা।