Crime aginst women - Latest News on Crime aginst women| Breaking News in Bengali on 24ghanta.com
মধ্যযুগীয় বর্বরতা সাক্ষী থাকল ছত্তিসগড়, মারধর করে মহিলাকে সবার সামনে নগ্ন প্যারেডে বাধ্য করা হল

মধ্যযুগীয় বর্বরতা সাক্ষী থাকল ছত্তিসগড়, মারধর করে মহিলাকে সবার সামনে নগ্ন প্যারেডে বাধ্য করা হল

Last Updated: Friday, March 21, 2014, 11:46

মধ্যযুগীয় বর্বরতার জঘন্য নিদর্শন দেখতে পাওয়া গেল ছত্তিসগড়ের চম্পা জেলায়। এক মহিলাকে মারধর করে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করা হল। তাঁর `অপরাধ`? ওই মহিলার ছেলে গ্রামের বর্ধিষ্ণু এক পরিবারের মেয়ের সঙ্গে পালিয়ে গেছে।