Last Updated: Friday, March 21, 2014, 11:46
মধ্যযুগীয় বর্বরতার জঘন্য নিদর্শন দেখতে পাওয়া গেল ছত্তিসগড়ের চম্পা জেলায়। এক মহিলাকে মারধর করে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করা হল। তাঁর `অপরাধ`? ওই মহিলার ছেলে গ্রামের বর্ধিষ্ণু এক পরিবারের মেয়ের সঙ্গে পালিয়ে গেছে।