Last Updated: Monday, December 2, 2013, 16:43
মা দিবস, বাবা দিবস, প্রেম দিবস, হাসি দিবস, ব্ল্যাক ফ্রাইডে দিবস যেমন হয় তেমনই আজ `সাইবার সোমবার দিবস`। পরিভাষায় যাকে বলে সাইবার মান`ডে। মার্কিন মুলুকে যে দিনটা একেবারে হুড়হুড়ি করে পালন হচ্ছে। আজ খোদ মার্কিন প্রেসিডেন্ট যে দিনটা পালন করতে মাতলেন।