Cyclonic storm - Latest News on Cyclonic storm| Breaking News in Bengali on 24ghanta.com
দুর্বল হল `লহের`, অন্ধ্রউপকূলে আজ আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা

দুর্বল হল `লহের`, অন্ধ্রউপকূলে আজ আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা

Last Updated: Thursday, November 28, 2013, 09:33

বঙ্গপোসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় `লহের` অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে লহের এখন বেশ কিছুটা দূর্বল। যদিও সমুদ্রতীরবর্তী উপকূল অঞ্চল থেকে প্রায় ৩৫,০০০ মানুষকে নিরাপত্তার খাতিরে সরিয়ে নিয়ে গেছে অন্ধ্রপ্রদেশ সরকার। জারি করা হয়েছে সতর্কতাও। বৃহস্পতিবার উপকূল এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। আজ দুপুর নাগাদ অন্ধ্রের মাচিলিপতনামে আছড়ে পড়ার কথা `লহের`-এর। তবে এই `লহের` এর মধ্যেই আরও দূর্বল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই ঘূর্ণিঝড় দূর্বল হয়ে যাওয়ার ফলে অন্ধ্রের উপকূলবর্তী অঞ্চলে গভীর নিম্নচাপ তৈরি হবে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।