Last Updated: Thursday, June 7, 2012, 21:33
ইউরোর প্রথম ম্যাচেই গ্রিসের মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ পোল্যান্ড। ২০০৪ ইউরোজয়ীদের বিরুদ্ধে কোচ স্মুডার ভরসা বরুসিয়া ডর্টমুন্ডের ত্রয়ী পিজচেক-ব্ল্যাসজিকোয়স্কি-লেওয়ানডওস্কির উপর। গ্রিসের বিরুদ্ধে খেলতে নামার আগে পরিসংখ্যান কিন্তু পোল্যান্ডের পক্ষেই।