Last Updated: Thursday, July 12, 2012, 16:51
চার বছরের মধ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বদল হল দক্ষিণ ভারতের একমাত্র গৈরিক রাজ্যে। দেভারাগুন্ডা ভেঙ্কাপ্পা সদানন্দ গৌড়ার উত্তরসূরী হিসেবে বেঙ্গালুরুর মসনদে আসীন হলেন জগদীশ শিভাপ্পা শেট্টার। আর কন্নড় মুলুকে ক্ষমতার এই হাতবদলে নেপথ্যশক্তি হিসেবে রইলেন রাজ্য বিজেপি`র বিতর্কিত নেতা বোকানাকেরে সিদ্ধালিঙ্গাপ্পা ইয়েদুরাপ্পা।