Last Updated: Friday, May 24, 2013, 10:43
মেয়াপ্পনের আবেদন খারিজ করল মুম্বই পুলিস। সোমবার পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেন মেয়াপ্পান। আজই তাঁকে পুলিসের কাছে হাজির হোওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্পটফিক্সিং কাণ্ডে আরও চাপে বিসিসিআই। এরমধ্যে, হায়দরাবাদ থেকে আরও এক আন্তর্জাতিক বুকিকে গ্রেফতার করেছে পুলিস। দুবাই পালনোর সময় তাঁকে গ্রেফতার করা হয়।
মুম্বই পুলিসের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও গুরুনাথ মেয়াপ্পান। গতকাল চেন্নাই গিয়েও সুপার কিংসের সিইও গুরুনাথ মেয়াপ্পানের হদিশ পায়নি মুম্বই পুলিস।