DA case against Maya - Latest News on DA case against Maya| Breaking News in Bengali on 24ghanta.com
সঙ্গতিবিহীন সম্পত্তি, সুপ্রিম কোর্টে নিষ্কৃতি মায়াবতীর

সঙ্গতিবিহীন সম্পত্তি, সুপ্রিম কোর্টে নিষ্কৃতি মায়াবতীর

Last Updated: Friday, July 6, 2012, 12:07

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলা রুজু করার সময়েই সিবিআই সঠিক পদ্ধতি অনুসরণ করেনি বলে জানিয়ে বিচারপতি পি সতশিবমের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ না থাকা স্বত্বেও মায়াবতীর বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই-এর ভুল সিদ্ধান্ত ছিল।