DGP - Latest News on DGP| Breaking News in Bengali on 24ghanta.com
দুর্গাপুর পুরনির্বাচনে কংগ্রেস-তৃণমূল কোন্দলের ফসল ঘরে তুলতে মরিয়া বামেরা

দুর্গাপুর পুরনির্বাচনে কংগ্রেস-তৃণমূল কোন্দলের ফসল ঘরে তুলতে মরিয়া বামেরা

Last Updated: Thursday, May 24, 2012, 21:33

দুর্গাপুর পুরনির্বাচনে এবার পৃথক ভাবে লড়ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। জোট না হওয়ায় আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছে দুই দলই। জোট না হওয়ার দায় নিয়েও চলছে চাপানউতোর। দু`দলই দায় চাপিয়েছে পরষ্পরের ওপর।