Last Updated: Monday, August 27, 2012, 15:26
বছরের শুরু থেকেই কানাঘুষো চলছে সইফ-করিনার বিয়ে নিয়ে। কখনও অক্টোবর তো কখনও ডিসেম্বর। কখনও শর্মিলা ঠাকুর জানাচ্ছেন ছেলের বিয়ের তারিখ। তো কখনও সইফ জানাচ্ছেন নিজের বিয়ের তারিখ। কখনও বা উত্তেজিত হয়ে টুইট করে ফেলছেন সোহা আলি খান।