Last Updated: Monday, April 7, 2014, 15:13
কাহানি মে নয়া টুইস্ট! বিরাট কোহলি -অনুষ্কা শর্মার লাভ লাইফে নয়া তড়কা। ভারতের নয়া ক্রিকেট সেনসেশন বিরাটকে টুইটারে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সদস্য ড্যানিয়েলি ওয়াট। টি-২০ বিশ্বকালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির ঝোড়ো ৭২ রানের ইনিংসের পর ড্যানিয়েলির টুইট ``Kholi marry me!`