Last Updated: Wednesday, March 27, 2013, 20:45
রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন প্রাক্তন ব্রিটিশ বিদেশমন্ত্রী, লেবার পার্টির নেতা ডেভিড মিলিব্যান্ড। সাউথ শিল্ডের এমপি পদ থেকে তিনি ইস্তফা দেন। কিছুদিন ধরেই তাঁর ভাই, পার্লামেন্টের বিরোধী নেতা এড মিলিব্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে ডেভিডের মূলধারার রাজনীতিতে ফেরা নিয়ে গভীর জল্পনা চলছিল। সেই সব উড়িয়ে আজ রাজনীতির ময়দান থেকে স্থায়ী অবসর গ্রহণের কথা জানিয়ে দেন তিনি। ৪৭ বছরের লেবার পার্টির দীর্ঘদিনের এই নেতা চ্যারিটি সংগঠন ইন্টারন্যাশয়ানাল রেসকিউ কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিউ ইয়র্কে পাড়ি দিচ্ছেন। তবে এই সিদ্ধান্ত যে তাঁর কাছে `খুবই কঠিন` ছিল তাও জানিয়েছেন ডেভিড।