Day 5 - Latest News on Day 5| Breaking News in Bengali on 24ghanta.com
ইডেন টেস্টে পরাজিত ধোনিবাহিনী

ইডেন টেস্টে পরাজিত ধোনিবাহিনী

Last Updated: Sunday, December 9, 2012, 09:45

ওয়াংখেড়ের পর ইডেনেও হারল ভারত। ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে গেল ধোনিবাহিনী। পঞ্চম দিন সকালে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪৭ রানে। ৪১ রানে অপরাজিত থাকেন অশ্বিন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৪১ রান। তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশ ব্যাটসম্যানরা। ইডেনে তেরো বছর পর টেস্ট হারল ভারত। বারো বছর পর দেশের মাটিতে পরপর দুটো টেস্ট হারল ভারতীয় দল।