Dearth - Latest News on Dearth| Breaking News in Bengali on 24ghanta.com
অভাবের তাড়নায় তিন মাসের সন্তানকে হাজার টাকায় বিক্রি করল মা

অভাবের তাড়নায় তিন মাসের সন্তানকে হাজার টাকায় বিক্রি করল মা

Last Updated: Saturday, February 22, 2014, 23:30

অভাবের তাড়নায় আবারও শিশুবিক্রির অভিযোগ। এবার আসানসোলে। অভিযোগ তিনমাসের সন্তানকে এলাকার এক দম্পতির কাছে একহাজার টাকায় বিক্রি করে দেন ওই শিশুটির মা। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানা। লক্ষ্মী হাঁড়ি। মাস তিনেক আগে জন্ম দেন এক পুত্রসন্তানের। কিন্তু, কীভাবে বড় করবেন ছেলেকে? জানতেন না। কারণ, মাথাগোঁজার ঠাঁইটুকুও যে নেই লক্ষ্মীর। তার ওপর রয়েছে আরও তিন সন্তান। চতুর্থ সন্তানের জন্মের আগেই ছেড়ে চলে গিয়েছেন ওর স্বামীও। খাওয়ার সংস্থানটুকুও করে উঠতে পারছিলেন না লক্ষ্মী। অভিযোগ এই অবস্থাতেই কোলের সন্তানটিকে এলাকার এক দম্পতির কাছে বিক্রি করে দেন তিনি।