Last Updated: Saturday, December 22, 2012, 22:10
ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বেশ চাপে মোহনবাগান কর্তারা। নিজের ক্লাবের পাশে দাঁড়ালেও দলগঠন নিয়ে মোহনবাগান কর্তাদের প্রতি সমালোচনাও শোনা গেল শ্যামল ব্যানার্জির গলায়। শ্যামল ব্যানার্জির মত বাগানের প্রাক্তনীরা ২৬ তারিখের সিদ্ধান্তের জন্য রাজধানীর দিকে তাকিয়ে ।