Debenmahato hospital - Latest News on Debenmahato hospital| Breaking News in Bengali on 24ghanta.com
স্বাস্থ্য দফতরের উদাসীনতায় বন্ধ পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের এসএনসিসিইউ বিভাগের কাজ

স্বাস্থ্য দফতরের উদাসীনতায় বন্ধ পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের এসএনসিসিইউ বিভাগের কাজ

Last Updated: Sunday, December 29, 2013, 11:20

জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে তৈরি করা হবে এসএনসিসিইউ বিভাগ। সেই মতো কাজও শুরু হয়। কিন্তু এখনও চালু হয়নি সেই বিভাগ। ফলে সদ্যোজাতের চিকিত্‍সা নিয়ে চিরাচরিত সমস্যা এখনও অব্যাহত। প্রশ্ন উঠছে জেলা স্বাস্থ্য দফতরের উদাসীনতাই কি এর একমাত্র কারণ?