Last Updated: Wednesday, March 27, 2013, 19:21
বিএসপি নেতা দীপক ভরদ্বাজের খুনে ব্যবহৃত স্কোডা গাড়িটি উদ্ধার করেছে পুলিস। হরিয়ানার ঝিন্দ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পুলিসের দাবি, তিন আততায়ীকেও চিহ্নিত করা গিয়েছে। উত্তর পশ্চিম দিল্লির হরিয়ানা সীমান্তে তারা আছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই গাড়িটি করেই আততায়ীরা নিহত নেতার দক্ষিণ দিল্লির ফার্মহাউসে ঢুকে খুন করে বলে দাবি করেছে পুলিস।