Last Updated: Monday, January 7, 2013, 00:37
নির্যাতিতার নিজের পরিবারই প্রকাশ্যে এনেছেন তাঁর পরিচয়, এমন ঘটনা দেশ আগে দেখেছ বলে মনে পড়ে না। অবশ্য দেশ তো ধর্ষণ নিয়ে এমন বড় মাপের স্বতস্ফূর্ত প্রতিবাদও এর আগে দেখেনি। দিল্লির চলন্ত বাসে নারকীয় ঘটনার পর থেকে সময় যত এগিয়েছে তীব্রতর আকার নিয়েছে প্রতিবাদ। নির্যাতিতার জন্য সুবিধামতো নাম খুঁজে নিয়েছে ভারতের মিডিয়া।