Delhi Protest - Latest News on Delhi Protest| Breaking News in Bengali on 24ghanta.com

"আমার মেয়ের নাম জ্যোতি সিং পান্ডে"

Last Updated: Monday, January 7, 2013, 00:37

নির্যাতিতার নিজের পরিবারই প্রকাশ্যে এনেছেন তাঁর পরিচয়, এমন ঘটনা দেশ আগে দেখেছ বলে মনে পড়ে না। অবশ্য দেশ তো ধর্ষণ নিয়ে এমন বড় মাপের স্বতস্ফূর্ত প্রতিবাদও এর আগে দেখেনি। দিল্লির চলন্ত বাসে নারকীয় ঘটনার পর থেকে সময় যত এগিয়েছে তীব্রতর আকার নিয়েছে প্রতিবাদ। নির্যাতিতার জন্য সুবিধামতো নাম খুঁজে নিয়েছে ভারতের মিডিয়া।

সংঘর্ষেই মৃত্যু তোমরের, বলছে ময়না তদন্তের রিপোর্ট

সংঘর্ষেই মৃত্যু তোমরের, বলছে ময়না তদন্তের রিপোর্ট

Last Updated: Wednesday, December 26, 2012, 17:41

পারিবারিক শোকের ছায়ায় অব্যাহত সুভাষ চাঁদের মৃত্যু বিতর্ক। আজ দিল্লি পুলিসের অতিরিক্ত কমিশনার জানান সংঘর্ষের ফলেই মৃত্যু হয়েছে কনস্টেবল সুভাষ চাঁদ তোমরের। ময়না তদন্তে বুকে, পিঠে ও কাঁধে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তিনি আরও জানান তোমরের পাঁজরের হাড় ভাঙা ছিল। দেহের ভিতর রক্তক্ষরণ হয় বলেও রিপোর্টে জানানো হয়েছে।

দিল্লি বিক্ষোভে কনস্টেবলের মৃত্যুর তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ

দিল্লি বিক্ষোভে কনস্টেবলের মৃত্যুর তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ

Last Updated: Wednesday, December 26, 2012, 12:43

দিল্লি গণধর্ষণের বিক্ষোভে আহত পুলিসকর্মীর মৃত্যুর তদন্ত করবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। পুলিস কনস্টেবল সুভাষ চাঁদ তোমারের মৃত্যু ঘিরে শুরু হওয়া বিতর্কের জেরে বিষয়টি নিয়ে পুলিস কমিশনরকে তদন্তের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।