Delhi election 2013 - Latest News on Delhi election 2013| Breaking News in Bengali on 24ghanta.com
আজ রাজধানীর রায়, রাজনীতিতে বিপ্লব মেশাচ্ছেন কেজরিওয়াল

আজ রাজধানীর রায়, রাজনীতিতে বিপ্লব মেশাচ্ছেন কেজরিওয়াল

Last Updated: Tuesday, December 3, 2013, 23:32

দিল্লিতে আজ বিধানসভা ভোট। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। মোট এগারো হাজার সাতশো তিপান্নটি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব। দিল্লি বিধানসভার সত্তরটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটশো দশ জন প্রার্থী। এর মধ্যে নির্দল প্রার্থী দুশো চব্বিশজন। মোট ভোটারের সংখ্যা এক কোটি উনিশ লক্ষ। যারমধ্যে চার লক্ষ পাঁচ হাজারজন এবারই প্রথম নাগরিক অধিকার প্রয়োগ করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এই নিয়ে চতুর্থবার নির্বাচনে লড়ছেন। ছেষট্টিটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। তবে এবারের নির্বাচনে নজর কেড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমির পার্টি । তারা সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। ভোটের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। ছশো তিরিশটি স্পর্শকাতর ও অতি-স্পর্শকাতর বুথে দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজধানী জুড়ে টহল দিচ্ছে দিল্লি পুলিসের বিশেষ টিম। দিল্লি পুলিসের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে একশো সাত কোম্পানি আধা সেনা।