Delhi rape victim - Latest News on Delhi rape victim| Breaking News in Bengali on 24ghanta.com

"আমার মেয়ের নাম জ্যোতি সিং পান্ডে"

Last Updated: Monday, January 7, 2013, 00:37

নির্যাতিতার নিজের পরিবারই প্রকাশ্যে এনেছেন তাঁর পরিচয়, এমন ঘটনা দেশ আগে দেখেছ বলে মনে পড়ে না। অবশ্য দেশ তো ধর্ষণ নিয়ে এমন বড় মাপের স্বতস্ফূর্ত প্রতিবাদও এর আগে দেখেনি। দিল্লির চলন্ত বাসে নারকীয় ঘটনার পর থেকে সময় যত এগিয়েছে তীব্রতর আকার নিয়েছে প্রতিবাদ। নির্যাতিতার জন্য সুবিধামতো নাম খুঁজে নিয়েছে ভারতের মিডিয়া।

দিল্লি গণধর্ষণকাণ্ড: খুনের মামলা দায়ের

দিল্লি গণধর্ষণকাণ্ড: খুনের মামলা দায়ের

Last Updated: Saturday, December 29, 2012, 13:26

দিল্লি গণধর্ষণকাণ্ডে ধৃত ছয় অভিযুক্তদের বিরুদ্ধে এবার খুনের মামলাও দায়ের করতে চলেছে দিল্লি পুলিস। এদিন ভোররাতে সিঙ্গাপুরের হাসপাতালে ২৩ বছরের নির্যাতিতা তরুণীর মৃত্যুর পর দিল্লি পুলিসের তরফে একথা জানানো হয়েছে।

তেরো দিনের লড়াই আর আশঙ্কার প্রহর

তেরো দিনের লড়াই আর আশঙ্কার প্রহর

Last Updated: Saturday, December 29, 2012, 10:35

১৬ ডিসেম্বর, ২০১২: দিল্লিতে পাশবিক গণধর্ষণের শিকার তরুণী...মুনিরকা থেকে দ্বারকা যাওয়ার জন্য একটি এসি বাসে ওঠেন মেডিক্যাল ছাত্রী ওই তরুণী ও তাঁর বন্ধু। বাসের মধ্যে ছয় দুষ্কৃতী তরুণীকে ধর্ষণ করে মহিপালপুরের কাছে তাঁকে ও তার বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়। মেডিক্যালের ছাত্রী ওই তরুণীর বন্ধুকেও। রাতে সেই তরুণীকে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে।

ধর্ষিতার মৃত্যু, স্তব্ধ দিল্লির জনজীবন

ধর্ষিতার মৃত্যু, স্তব্ধ দিল্লির জনজীবন

Last Updated: Saturday, December 29, 2012, 09:43

সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয়েছে দিল্লিকাণ্ডের ধর্ষিতার। ভারতে খবর পৌঁছতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল রাজধানী। দিল্লি পুলিসের তরফে রাজন ভগত জানিয়েছেন, দিল্লি জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও যন্তর-মন্তর ও রামলীলা ময়দানে শান্তিপূর্ণ প্রতিবাদের ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিস। দিল্লি ট্রাফিক পুলিসের পক্ষ থেকে সমস্ত নাগরিককে ইন্ডিয়া গেট সংযোককারী সমস্ত রাস্তা ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে।

সামান্য উন্নতি হলেও বিপদমুক্ত নন নির্যাতিতা

সামান্য উন্নতি হলেও বিপদমুক্ত নন নির্যাতিতা

Last Updated: Tuesday, December 25, 2012, 18:02

দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক। তবে গতকালের থেকে সামান্য হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিতসকরা। সোমবার রাতের তুলনায় তাঁর রক্তে অনুচক্রিকার সংখ্যা বেড়েছে। কমেছে রক্তপাতও। তবে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে।