Last Updated: Monday, September 3, 2012, 10:41
কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু হল আরও একজনের। টালিগঞ্জের মহাত্মা গান্ধী রোডের বাসিন্দা অমিত মণ্ডলের মৃত্যু হয় রবিবার বিকেলে। তিরিশে অগাস্ট অসুস্থ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ডেঙ্গির পরীক্ষা করানো হলে প্রথমে তা নেগেটিভ এসেছিল বলে জানিয়েছে তাঁর পরিবারের লোকজন। কিন্তু দ্বিতীয়বার NS1 অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ আসে।