Last Updated: Friday, January 20, 2012, 20:09
বিতর্কিত `সোপা` এবং `পিপা` আইনের মাধ্যমে ইন্টারনেটে আগ্রাসন চালাতে চাইছে বারাক ওবামা সরকার! উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পাইরেসি আইন লঙ্ঘনের অভিযোগ এনে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটে ফাইল শেয়ার করার সবচেয়ে বড় ওয়েবসাইট `মেগাআপলোড`।