Last Updated: Sunday, September 15, 2013, 20:44
ওকুসাজে মরুভূমিতে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের জীবাশ্মের হদিস পেলেন পেরুর প্রত্নতাত্ত্বিকরা। তার মধ্যে রয়েছে একটি প্রাচীন তিমির জীবাশ্মও। এই আবিষ্কার আরও প্রাচীন স্থলচর স্তন্যপায়ীদের সঙ্গে যোগসূত্রে খুঁজে বের করায় সহায়ক হয়ে উঠতে পারে বলে আশা বিজ্ঞানীদের।