Last Updated: Monday, January 20, 2014, 21:03
সেটা ১ ৯৫৫ সাল. দীলিপকুমার দেবদাসের পারো হয়েছিলেন বাঙালির স্বপ্নসুন্দরী সুচিত্রা সেন. শুক্রবার সকালে সেই স্বপ্নসুন্দরীকে হারিয়েছে ভারতীয় চলচ্চিত্র. তবে মাঝে প্রায় ষাট বছর অতিক্রান্ত হলেও সুচিত্রা সেনের স্মৃতি আজও উজ্জ্বল কিংবদন্তী অভিনেতার মনে.