Last Updated: Wednesday, July 16, 2014, 09:58
প্রথম কূটনৈতিক সফরেই সাফল্য পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক উন্নয়নের লক্ষ্যে এবার তৈরি হচ্ছে ব্রিকস ব্যাঙ্ক। যার প্রধান কার্যালয় হবে চিনের বাণিজ্য নগরী শাংহাইতে। তবে প্রস্তাবিত প্রথম ব্রিকস ব্যাঙ্কের সভাপতিত্ব করবে ভারত। গতকাল ব্রাজিলের ফোর্টালিজায় আয়োজিত ব্রিকস সম্মেলনে এই সিদ্ধান্তই নিয়েছে পাঁচ সদস্য রাষ্ট্র। এছাড়া সম্মেলনে সন্ত্রাসদমন নিয়ে আলোচনা হয়েছে।