Last Updated: Monday, March 31, 2014, 11:06
১৯৯৩ সালের দিল্লি বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত দেবেন্দ্রপাল সিং ভুল্লারের ফাঁসির আদেশ রদ করল সুপ্রিম কোর্ট। ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শীর্ষ আদালত। ভুল্লার মানসিকভাবে সুস্থ নন বলেই ফাঁসির আদেশ রদ করা হল বলে জানানো হয়েছে।