Dhakuria AMRI - Latest News on Dhakuria AMRI| Breaking News in Bengali on 24ghanta.com
আগুনের আতঙ্ক ভুলে নব কলেবরে চালু ঢাকুরিয়া আমরি

আগুনের আতঙ্ক ভুলে নব কলেবরে চালু ঢাকুরিয়া আমরি

Last Updated: Saturday, July 5, 2014, 12:53

অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে নব কলেবরে চালু হয়ে গেল ঢাকুরিয়া আমরি হাসপাতালের এমারজেন্সি এবং মূল ভবনের পরিষেবা। তবে এখনই চালু হচ্ছে না হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ। এই বিভাগ চালু হতে আরও এক সপ্তাহ মতো সময় লাগবে বলে হাসপাতাল সূত্রে খবর। দু হাজার এগারো সালের ৯ ডিসেম্বর অগ্নিকাণ্ডে মারা যান একানব্বই জন রোগী। নশো পঁয়ত্রিশ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে চালু হল ঢাকুরিয়ার আমরি হাসপাতালের ইনডোর পরিষেবা।