Dharmsala ODI - Latest News on Dharmsala ODI| Breaking News in Bengali on 24ghanta.com
ধরমশালার হারে বিপদের ঘণ্টা

ধরমশালার হারে বিপদের ঘণ্টা

Last Updated: Sunday, January 27, 2013, 18:02

ধরমশালার সুন্দর মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচে হারল ভারত। সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচে ধোনিরা হারল ৭ উইকেটে। পরপর তিনটে ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের কাছে বেশ খারাপ খেলেই হারল ভারত। টেস্ট সিরিজে হারের বদলা নিতে হলে ওয়ানডে সিরিজে ঠিক যে ব্যবধানে জিতলে খুশি হত আম ভারতীয়রা, সিরিজের স্কোরবোর্ড তা হল না। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে হেরে ভারত সিরিজ জিতল ৩-২।