Last Updated: Sunday, September 2, 2012, 17:54
মহারাষ্ট্র রাজনীতির বিতর্কিত চরিত্র রাজ ঠাকরের কোপের মুখে এবার পড়তে চলেছে হিন্দি খবরের চ্যানেল। হিন্দি খবরের চ্যানেলগুলিকে একহাত নিয়ে এমএনএস প্রধান রাজ বলেছেন, " ওরা ইস্যু না বুঝেই খবরকে নিয়ে যা খুশি করে।