Dinesh Singh - Latest News on Dinesh Singh| Breaking News in Bengali on 24ghanta.com
নতি স্বীকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের, বাতিল FYUP, চালু হচ্ছে ত্রিবর্ষীয় স্নাতকস্তরের ভর্তি

নতি স্বীকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের, বাতিল FYUP, চালু হচ্ছে ত্রিবর্ষীয় স্নাতকস্তরের ভর্তি

Last Updated: Friday, June 27, 2014, 13:50

শেষ পর্যন্ত নতি স্বীকার করল দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির দাবি মত চার বছরের স্নাতক প্রোগ্রাম (FYUP) তুলে নিল তারা। এর আগে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষাবিদ ও রাজনৈতিক দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়।