Last Updated: Friday, November 16, 2012, 12:26
তেহট্টে যেতে দেওয়া হল না কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সিকে। তেহট্টের কাছে ভাণ্ডারখোলায় তাঁর কনভয় আটকে দিল পুলিস। বুধবার তেহট্টে পুলিসেরগুলি চালনার ঘটনার পর এআইসিসির নির্দেশে আজ তেহট্টে যাচ্ছিলেন দীপা দাশমুন্সি। সঙ্গে ছিলেন শঙ্কর সিং, নির্বেদ রায়ের মতো কংগ্রেস নেতারা। ভাণ্ডারখোলায় পুলিসের তরফে তাঁদের জানানো হয় তেহট্টে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় সেখানে কাউকেই যেতে দেওয়া হবে না।