Last Updated: Sunday, November 4, 2012, 20:20
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার পরেই আলোর উত্সবে মাতবে গোটা দেশ। তাই কুমোরটুলি জুড়ে এখন চরম ব্যস্ততার সঙ্গে চলছে প্রতিমা তৈরির কাজ। খুব কম সময়ের মধ্যে পুজো উদ্যোক্তাদের চাহিদামাফিক প্রতিমা গড়ে দেওয়া কুমোরটুলীর প্রতিমাশিল্পীদের কাছে বড় চ্যালেঞ্জ।