Last Updated: Friday, May 9, 2014, 10:14
শতাধিক ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন। এই ঘটনায় দীপালি সাহা সহ মোট ২০ জনের বিরুদ্ধে সোনামুখী থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত বিধায়কের দশসঙ্গীকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের তিনদিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিষ্ণুপুর আদালত।