Last Updated: Saturday, May 24, 2014, 14:42
বেশ কয়েক বছর ধরে নিজের অভিনীত ছবি একাই কাঁধে বয়ে নিয়ে চলেছেন বিদ্যা বালন। ডার্টি পিকচারের পর জাতীয় পুরস্কার, কাহানির পর অসংখ্য প্রশংসা সবকিছুর মধ্যেই জুটেছে আরও একটি তকমাও। বলিউডের হিরো। তবে এঅ তকমায় খুশি তো ননই, বরং বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছেন বিদ্যা। তাঁর মতে এই ধরণের তকমা অত্যন্ত পুরুষতান্ত্রিক।