Last Updated: Tuesday, December 18, 2012, 11:02
কোয়ান্টিন ট্যারান্টিনোর নতুন ছবি জ্যাঙ্গো আনচেইনড-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে শ্রেষ্ঠ সহ অভিনেতার নমিনেশন পেয়েছেন তিনি। তবুও চরিত্রটি যে তাঁর একেবারের না পসন্দ তা স্পষ্ট করে দিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিতে ৩৮ বছরের ডিক্যাপ্রিও একজন বর্ধিষ্ণু কিন্তু অমানবিক ক্ষেত মালিকের ভূমিকায় অভিনয় করেছেন যে মহিলা ক্রীতদাসদের বেশ্যা বৃত্তির পথে যেতে বাধ্য করে। পুরুষ ক্রীতদাসদের বিনোদনের জন্য লড়তে পাঠায়।