Last Updated: Thursday, March 29, 2012, 10:19
নিবিড় অর্থনৈতিক সমন্বয় আর বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির মাধ্যমে আন্তজার্তিক আর্থিক মন্দা মোকাবিলার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হল `ব্রিকস` শীর্ষ সম্মেলন। ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং চিন`কে নিয়ে গঠিত রাষ্ট্রগোষ্ঠীর চতুর্থ শীর্ষ সম্মেলেন সাম্প্রতিক ইউরো জোন সঙ্কটের পাশাপাশি ইরান পরিস্থিতি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলার বিষয়টিও আলোচনার অন্যতম বিষয় হবে বলে সাউথ ব্লক সূত্রে খবর।