Last Updated: Wednesday, July 9, 2014, 23:35
বিশ্ববিদ্যালয়ের ওপর ডকুমেন্টরি তৈরির জন্য কমিটি গঠন। খোদ উপাচার্য নিজে তৈরি করলেন সেই কমিটি। আর সেই কমিটিতেই স্থান পেলেন বায়োসায়েন্সের এক রিসার্চ স্কলার। ডকুমেন্টরি তৈরির কমিটিতে বায়োসায়েন্সের রিসার্চ স্কলারকে ঢোকানোর সিদ্ধান্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, রিসার্চ স্কলারের বাবা রাজ্যর খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সে জন্যই কি তাকে বিশেষ গুরুত্ব। উপাচার্য অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতেই রাজি নন।