Last Updated: Wednesday, July 2, 2014, 20:21
বিরল রোগে আক্রান্ত ১১ বছরের মেয়ে। হাচকিনসন-গিল্ডফোর্ড প্রোজেরিয়ায় আক্রান্ত সে। আয়ু বড়জোর ১৫ বছর। তাই স্বপ্নপূরণে আমেরিকায় ডলফিনদের সঙ্গে সাংতার কাটতে তাকে ৩,৫০০ পাউন্ড দিয়েছিল সাসেক্স ব্রিটিশ মোটরসাইকেল ওনার্স ক্লাব। কিন্তু মেয়ের সেই টাকা চুরি করে টেস্কো বেড়াতে গিয়ে খরচ করে ফেলছে স্বার্থলোভী বাবা ৪৪ বছরের অলবি।