Last Updated: Saturday, November 3, 2012, 19:24
রাহুল দ্রাবিড়কে ডন ব্র্যাডম্যান পুরস্কারে সম্মানিত করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রাহুল দ্রাবিড়ের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাগ্রাকে এই সম্মান দেওয়া হয়েছে। ব্যাক্তিগত কারণের জন্য পুরস্কার নিতে সিডনি যেতে পারেননি দ্রাবিড়। তবে এই সম্মান গ্রহণ করার পর তাঁর প্রতিক্রিয়া লিখিত আকারে আয়োজকদের পাঠিয়ে দিয়েছিলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান।