Last Updated: Friday, April 19, 2013, 17:54
নেই সচিন তেন্ডুলকার। নেই রিকি পন্টিং, ব্রায়ান লারাও। এমনকি ঠাঁই পাননি স্যার ডন ব্র্যাডম্যানও। অবাস্তব শোনালেও কিংবদন্তী আম্পেয়র ডিকি বার্ডের পছন্দের টেস্ট দল একাদশে ঠাঁই মেলেনি টেস্ট ক্রিকেটের প্রবাদপ্রতিম এই সব ব্যাটসম্যানদের। তবে সচিন জায়গা না পেলেও বার্ডের স্বপ্নের একাদশে জায়গা করে নিয়েছেন আর এক `লিটল মাস্টার` সুনীল গাভসকার।